কোভিড আক্রান্ত হরভজন সিং, সঙ্গে স্ত্রী গীতা বসরাও

আরোহী নিউজ ডেস্ক: কোভিড আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ। করোনা আক্রান্ত হয়েছেন স্ত্রী গীতা বসরাও। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার এবং তাঁর অভিনেত্রী স্ত্রী দু’ জনেই এ খবর জানিয়েছেন। আপাতত বাড়িতে নিভৃতবাসে রয়েছেন ভাজ্জি। শুক্রবার টুইট করে এই কথা জানিয়েছেন ভারতের এই প্রাক্তন অফ স্পিনার। টুইটারে তিনি লেখেন, ‘আমার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। হাল্কা উপসর্গ আছে। আমি বাড়িতে নিজেকে নিভৃতবাসে রেখেছি। যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি, সাবধানতা অবলম্বন করছি। এর মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব পরীক্ষা করিয়ে নিন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।’
স্ত্রী গীতা বসরা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘দু’ বছর ধরে সাবধানে থাকার পর এবং ভাইরাসের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে এই ভাইরাস আমাদের কাবু করল।’ গত ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন হরভজন। ২৩ বছর ক্রিকেট খেলার পর ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে অবসর নেন তিনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের এক দিনের ক্রিকেট বিশ্বকাপ দলে ছিলেন তিনি।